ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দুদকের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
বরিশালে দুদকের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বরিশাল: অস্বচ্ছল মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিডির চাল আত্মসাতের অভিযোগে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম কাজী বাংলানিউজকে জানান, চাঁদপুরা ইউপির ২৫১ জনের অস্বচ্ছল মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিডির চাল প্রতি জনের ৩০ কেজি করে প্রতি মাসে ৭ দশমিক ৫৩০ মেট্রিক টন বরাদ্দ করা হয়।

নিয়ম অনুযায়ী প্রতি মাসের চাল প্রতি মাসে বিতরণ করার নিয়ম থাকলেও ২০১৬ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের বরাদ্দকৃত ২২ দশমিক ৫৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়নি। পরে তিন মাসের চাল একত্র করে প্রত্যেককে ৯০ কেজির স্থলে ৬০ কেজি চাল দেওয়া হয়। পরে ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ আমান ৫ দশমিক ২০ মেট্রিক টন চাল আত্মসাত করেন। এর সঙ্গে জড়িত ছিলেন চাঁদপুরার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন।  

চাল আত্মসাত করায় চেয়ারম্যান আমানুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক হাশেম।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।