ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
কুমিল্লায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লা: কুমিল্লা শহরে তানিয়া (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে শহরের ২ নং ওয়ার্ডের ছোটরা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তানিয়া কুমিল্লা শহর ছোটরা হক মঞ্জিলে ভাড়া থাকতেন ও পুলিশ লাইনের একটি হাসপাতালের প্যাথলজিতে চাকরি করতেন।

তার স্বামী সৌদি প্রবাসী আজহারুল ইসলাম।  

স্থানীয়রা জানান, তানিয়ার স্বামী আজহারুল সৌদি প্রবাসী। তিনি তার মায়ের সঙ্গে ছোটরা এলাকার হক মঞ্জিলে ভাড়া থাকতেন। তার স্বামীর সঙ্গে তার মোবাইল ফোনে কথা কাটাকাটি কিছুক্ষণ পরে তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তানিয়ার মা মরিয়ম জানান, মোবাইল ফোনে পরিচয়ের পর ৮ বছর আগে তানিয়ার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই তানিয়া ও তার স্বামীর মধ্যে সব সময় কথা কাটাকাটি হতো।

তিনি আরও বলেন, তানিয়ার স্বামী প্রবাস থেকে আমার কাছে মোবাইল করে বলেন, আপনি তাড়াতাড়ি বাসায় যান তানিয়া কী যেন করেছে। পরে বাসায় এসে দেখি আমার মেয়ে আত্মহত্যা করেছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুর বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।