শুক্রবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর বাংলানিউজকে বলেন, সকালে ইটভাটায় কয়লাবাহী ওই ট্রাকটি আনেলোড করার সময় উল্টে গিয়ে পাশের শ্রমিকদের টিনশেড মেসে পড়ে।
এরা হলেন- নীলফামারির জলঢাকা উপজেলার বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), তরুণ চন্দ্র রায় (২৫), মাসুম (১৮)।
এরা সবাই স্থানীয় কাজী অ্যান্ড কোং নামে একটি ইট ভাটার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইনজামামুল হক বাংলানিউজকে জানান, নারায়ণপুর গ্রামের একটি সড়কে কয়লাবাহী একটি ট্রাক ইটভাটার শ্রমিকদের ঘরের উপর উল্টে পড়ে। এতে ঘুমে থাকা শ্রমিকদের ১২জন ঘটনাস্থলে মারা যান। আহতাবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
** চৌদ্দগ্রামে ইটভাটা শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি
** ভাইয়ের খোঁজে ইটভাটায় সাগর
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯/আপডেটেড ০৯৫৪ ঘণ্টা
আইএজে/এমএ/