ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জে সেপটিক ট্যাংকে স্কুলছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ভেদরগঞ্জে সেপটিক ট্যাংকে স্কুলছাত্রের মরদেহ

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় নিখোঁজ হওয়ার নয়দিন পর সেপটিক ট্যাংক থেকে আল আমিন (১১) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৬ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সখিপুর থানার বাহেরচর গ্রামের নিজ বাড়ির পাশের সেপটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়।  

বাহেরচর গ্রামের স্বপন মাঝির ছেলে আল আমিন বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, নয়দিন আগে বাহেরচর এলাকায় ওয়াজ মাহফিল হয়। আল আমিন রাতে ওয়াজ মাহফিলে ঘোরাফেরা করে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের লোকজন। এদিকে, স্থানীয়রা শনিবার রাতে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে আল আমিনের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিঃসন্দেহে এটি একটি হত্যাকাণ্ড। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।