ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে এমপি নাবিলের বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
যশোরে এমপি নাবিলের বাসার সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

যশোর: যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহম্মেদের বাসভবনের সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটানো হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও। 

রোববার (২৭ জানুয়ারি) ভোর রাতে পৃথক এ ঘটনা ঘটে। পুলিশ দলীয় কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বললেও দলের পক্ষ থেকে কোনো অভিযোগ ওঠেনি।

 

স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা জানান, ভোর রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বাসভবন ও তার ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ তারকা হোটেল 'জাবির ইন্টারন্যাশনাল, চাকলাদার ফিলিং স্টেশনসহ তার অনুসারী কয়েক নেতার বাড়িতে পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায় দুবৃর্ত্তরা।  

পরে শহরের কাজীপাড়ায় স্থানীয় এমপি কাজী নাবিল আহম্মেদের বাসভবন ‘শাহেদ সেন্টারের’ সামনে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  
বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, ‘দলীয় কোন্দলের জের ধরে নিজেদের শক্তি জাহির করতেই এ ঘটনা ঘটানো হযেছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে পুলিশ এসব বিষয়ে তদন্ত করছে। ’

এদিকে শাহীন চাকলাদার ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আওয়ামী লীগ কার্যালয় থেকে বেলা ১২টায় প্রতিবাদ মিছিল বের হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ইউজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।