ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
সৈয়দপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় আটক ৬ স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের বালাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- বালাপাড়ার আসলাম হাজী (৬৫), তার ছেলে লাবু (৪০), সজল (৩০), কাজের মেয়ে রহিমা (৩৫), প্রতিবেশী রশিদুল ইসলাম (৪০) ও আব্দুর রশিদ ।

এর আগে, শনিবার (২৬ জানুয়ারি) দিনগত রাতে বালাপাড়া এলাকায় নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

এলাকাবাসী সূত্রে জানা যায়, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত বাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের একজন কর্মচারী। শনিবার দিনগত রাতে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলা কেটে হত্যা করে। এসময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল।

** সৈয়দপুরে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।