ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা শাহ এএমএস কিবরিয়ার কবরে শ্রদ্ধা জানাচ্ছেন তার ছেলে রেজা কিবরিয়া ও পরিবারের সদস্যা। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকীকে শ্রদ্ধা জানানো হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মরহুমের ছেলে ড. রেজা কিবরিয়াসহ পরিবারের সদস্যরা।

এদিকে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যর বাজারে গ্রেনেড হামলার স্থানে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে শাহ এএমএস কিবরিয়া স্মৃতি সংসদ।


সকালে সংগঠনের সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নিহতের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন হবিগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। ওই জনসভায় তিনি প্রধান অতিথি ছিলেন। সেদিন গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া এবং তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী প্রাণ হারান। আহত হন কমপক্ষে ৭০ নেতাকর্মী।

এ ব্যাপারে তৎকালীন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।  
একাধিকবার তদন্ত শেষে বর্তমানে উভয় মামলা সিলেটের দ্রুত বিচার আদালতে বিচারাধীন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।