ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি প্রত্যাশী মুক্তিযোদ্ধার সন্তানদের ৬ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
চাকরি প্রত্যাশী মুক্তিযোদ্ধার সন্তানদের ৬ দফা দাবি

ঢাকা: সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, মুক্তিযোদ্ধার সন্তানের চাকরিতে বয়সসীমা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে 'মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ' নামে একটি সংগঠন। 

রোববার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তুষার আহমেদ, আব্দুর রব, কানিজ ফাতেমা, রাহবার হোসেন ও অহিদুল প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানিয়ে বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে স্বঘোষিত রাজাকারদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।  
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি  ২৭, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।