ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
ভাইয়ের হাতে ভাই খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই মেনু মিয়া (৫৫) খুন হয়েছেন। 

রোববার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকুর্শা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মেনু মিয়া ওই গ্রামের আব্দুল আলীর ছেলে।


 
স্থানীয়রা জানান, জমিতে পানি দেওয়া নিয়ে দুপুর ১২টার দিকে ছোট ভাই খালেক ও তার ছেলে রনি মিলে বড় ভাই মেনু মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মেনু মিয়াকে জখম করেন। স্থানীয়রা মেনু মিয়াকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. মালেক খসরু খান বাংলানিউজকে জানান, মেনু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।