ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অবৈধ ইটভাটা ভাঙলেন ভ্রাম্যমাণ আদালত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
গাজীপুরে অবৈধ ইটভাটা ভাঙলেন ভ্রাম্যমাণ আদালত  অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হচ্ছে-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটা তিনটির মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

রোববার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া ও বিপ্রবর্তা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুসারে কাউলতিয়া এলাকায় শফিকুল ইসলামের মালিকানাধীন মেসার্স শাপলা ব্রিকস, কফিল উদ্দিন মালিকানাধীন এনএসবি ব্রিকস ও হানিফ হাওলাদারের এমটিবি ব্রিকস নামক ইটভাটাগুলোতে ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। এছাড়াও ভেকু মেশিন দিয়ে ইটভাটা তিনটি ভেঙে ফেলা হয়। পরে ওই তিনটি ইটভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন-গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক দিলরুবা আক্তার ও শেখ মুজাহিদ, জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া এবং পুলিশ প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী।  

গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, ইটভাটা মালিকদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।