ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার ইয়াবাসহ গ্রেফতার সজিব হাসান। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় মাঝেরপাড়া এলাকা থেকে ২০০০ পিস ইয়াবাসহ সজিব হাসান (২৯) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সজিব শহরের জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত ইকরামুল হোসেনের ছেলে।

 

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো. কলিমুল্লাহ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০০ হাজার পিস ইয়াবাসহ সজিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত চারটি মাদক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।