ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা লোকমানের দাফন সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা লোকমানের দাফন সম্পন্ন মুক্তিযোদ্ধা লোকমানকে শ্রদ্ধা জানানো হচ্ছে-ছবি-বাংলানিউজ

বরিশাল: রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা এস এম লোকমান হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে বরিশাল নগরের ২৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়কের চৌহুতপুরস্থ বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জিয়া সড়ক জামে মসজিদে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা এস এম লোকমান হোসেনের দাফনের আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল হাসান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এনায়েত চৌধুরী, মহানগর কমান্ডের মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৭ জানুয়ারি) বিকেলে তিনি শের-ই-বাংলা সড়কের চৌহুতপুরস্থ বায়তুল মিনা নামক নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএস/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।