ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ইয়াবাসহ বাবা-ছেলে আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
সিলেটে ইয়াবাসহ বাবা-ছেলে আটক আটক বাবা-ছেলে। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. জসিম আহমেদ ওরফে জাসিম (২৫) ও তার বাবা আনু মিয়া। তারা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের বাসিন্দা।


 
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ইয়াবা বিক্রিকালে তাদের আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
 
এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাদির (৪০) নামে এক মাদকবিক্রেতা পালিয়ে যায়। পলাতক আব্দুল কাদির গজুকাটা গ্রামের মৃত আব্দুল বাসারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।