ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০ সংঘর্ষে আহতদের মধ্যে দুই ব্যক্তি। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে ওই উপজেলার ভাটই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ভাটই গ্রামের আমজাদ মোল্লার ছেলে আজগর আলী (২১), আব্বাস মোল্লার ছেলে জবেদ আলী (৪৫), ও বাবলু মোল্লা (৩৯), বিলায়েত আলী মোল্লার ছেলে আতিয়ার রহমান (৬০) ও আমজাদ মোল্লা (৫০), গণি মণ্ডলের ছেলে মহন মণ্ডল (৪৪), আদীল উদ্দীনের ছেলে লাল চাঁন (৫৫), আব্দুল রহিম তরফদারের ছেলে দেলোয়ার হোসেনসহ (৪৫) ১০ জন।

আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু ও যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জলের সমর্থদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন উভয়পক্ষের অন্তত্য ১০ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এসআরএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।