ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
খুলনায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

খুলনা: খুলনায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে তিন বন্ধু মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে নগরের আফিল জুটমিল এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- নগরের আটরার কলাবাগান এলাকার বাসিন্দা রুস্তমের ছেলে সাগর (২২), রেনু মিয়ার ছেলে বিল্লাল (৩০) ও মো. টোকনের ছেলে সফিক (২৬)।

এ ঘটনায় সাগরের বাবা রুস্তমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।  
 
খানহাজান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আফিল জুট মিল এলাকার একটি মসজিদের মোয়াজ্জেমের মেয়ে সোমবার (২৮ জানুয়ারি) সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সাগর নামে এক যুবক তাকে কেনাকাটা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদিন মোটরসাইকেলে করে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর জুট মিল এলাকায় ওই স্কুলছাত্রীকে সাগর, বিল্লাল ও সফিক মিলে ধর্ষণ করে। পরে খবর পেয়ে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

রাতেই স্কুলছাত্রীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও ধর্ষকদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি সফিকুল।  

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি জানান, সোমবার ২৮ জানুযারি মেয়েটি স্কুলে আসেনি। সাগর মেয়েটিকে জোর করে তুলে নিয়ে বিল্লাল ও সফিকসহ গণধর্ষণ করে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

এলাকাবাসী বলেন, সাগরের সঙ্গে মেয়েটির কিছুদিন আগে প্রেমের সম্পর্ক তৈরি হয়। যার সূত্রে ধরে স্কুল পালিয়ে সাগরের সঙ্গে ঘুরতে দেখা গেছে মেয়েটিকে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা,  জানুয়ারি ২৯, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।