ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা ও রানীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে পৃথক দুর্ঘটনা দুইটি ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও বকশেরহাট গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ও রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের দশিয়া গ্রামের সেলিমের ছেলে আব্দুর রহিম।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও নিমবাড়ি এলাকায় ট্রলিতে করে চালকসহ তিনজন রুহিয়ায় যাওয়ার সময় বিকল হয়ে সড়কেই গাড়িটি আটকে যায়। এসময় বিপরীত থেকে দ্রুতগামী মাটি বোঝাই একটি ট্রাক্টর এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন আহত হয়। এদের মধ্যে আনোয়ার হোসেনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতে ট্রলি চালক ফখরুল ইসলামসহ দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিক রানীশংকৈল উপজেলার পাইলট স্কুল মোড়ে মাটি ভর্তি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সহকারী (হেলপার) আব্দুর রহিম চাকার নিচে পিষ্ট হয় নিহত হন। এ ঘটনায় ট্রলির চালক খোকন আহত হয়েছেন। তাকে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফিরোজ বাংলানিউজকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই রহিম মারা যায়।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।