ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ৪ জেলে ২ জুয়ারির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
ঝালকাঠিতে ৪ জেলে ২ জুয়ারির কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার  বিষখালি নদীতে জাটকা শিকারের দায়ে চার জেলের ১৫ দিনের কারাদণ্ড এবং পুটিয়াখালী গাজিরহাট এলাকায় জুয়া খেলার দায়ে দুই জুয়ারিকে ৩ দিনের কারাদণ্ড দিয়েছেন  ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মো. ইসমাইল সিকদার (৩০), মো. ইউনুচ খলিফা (৪২), ভবানীপুর এলাকার লিটন কাজী (৩৮) ও লিটন মিয়া (৩৫)।

 

দণ্ডপ্রাপ্ত জুয়ারিরা হলেন- পুটিয়াখালী গাজিরহাট এলাকার আব্দুল মালেক মীরা (৪৫) ও ইলিয়াস গাজী ( ৫০)।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুল বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।