ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভদ্রা ও সালদা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
ভদ্রা ও সালদা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও সালদা নদী সীমানার মধ্যে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, খুলনা জেলার জলাবদ্ধতা নিরসনে ভদ্রা ও সালদা নদী প্রকল্পের আওতায় নদী পুনঃখননের স্বার্থে নদী সীমানার মধ্যে অবৈধ দখল ও স্থাপনা অপসারণের জন্য সময় দিয়ে সংশ্লিষ্ট সবাইকে নোটিশ দেওয়া হয়।

পরে নির্দিষ্ট সময় পরেও স্থাপনা অপসারণ না করায় খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় বিকেলে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের ভদ্রাদিয়ায় একটি ইটভাটা ও গাবতলায় নদীর ওপর নির্মিত একটি আধাপাঁকা বাড়ি অপসারণ করা হয়।

সরকারি খাস সম্পত্তির ওপর এবং নদী রক্ষার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতায় ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা,  জানুয়ারি ৩০, ২০১৯
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।