ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পায়ুপথে ইয়াবা বহনকারীসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
পায়ুপথে ইয়াবা বহনকারীসহ আটক ৩ র‌্যাব হেফাজতে আটকরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পায়ুপথে ২ হাজার ২০০ পিস ইয়াবা বহনকারীসহ একই পরিবারের তিন মাদক পাচারকারীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)  সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) র‌্যাব- ১১ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় বিসমিল্লাহ হাউজ নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পায়ুপথে ইয়াবা বহনের অপরাধে মাদক পাচারকারী বিল্লালকে আটক করে। বিল্লালকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে তার পেটের ভেতরে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথ দিয়ে পেটের ভেতরে রাখা ২ হাজার ২০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে বের করে দেয়। এ সময় তার বাসায় তল্লাশি করে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকপাচারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিল্লালের স্ত্রী লিপি ও তাদের ছেলে অয়নকে আটক করা হয়েছে।

আটককৃতরা দীর্ঘদিন যাবত টেকনাফ এবং কক্সবাজার থেকে পায়ুপথে বিশেষ পদ্ধতিতে ইয়াবা বহন করে এনে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এ ব্যাপারে আটক তিনজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।