ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মমিনুল হক (২৪) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী থানা পুলিশ আটক ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আটক মমিনুল হক ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার করলা গ্রামের খয়বর উদ্দিনের ছেলে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ জানুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের ৯৩১ নম্বর পিলারের সাব পিলার ৬ এসের পার্শ্ববর্তী স্থান থেকে ভারতীয় নাগরিক মমিনুলকে আটক করে বিজিবি। পরে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি’র সদস্যরা তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে।

ফুলবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌরাঙ্গ চন্দ্র বর্মণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি’র সদস্যরা ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এফইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।