ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
বিজয়নগরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে ৯০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪) ভৈরব ক্যাম্প।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হোসেনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর দুপুর ১২টার দিকে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

আটকরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল শহীদের ছেলে মো. শাহ আলম (৩০), মৃত সাহিদ মিয়ার ছেলে মো. মাসুক মিয়া (৩২) ও আলম মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২৬)।

চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব হোসেনপুর এলাকায় মৃত শহীদ মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।  

এ ঘটনায় তাদের বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।