ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল ভাষার মাসকে বরণ করে নিতে শহরে বর্ণমালার মিছিল বের করা হয়। ছবি: বাংলানিউজ

সিলেট: ‘এসো, ছিনিয়ে নি আমার স্বাধীনতা, কথা বলবার স্বাধীনতা, অক্ষরের ডান পাশে অক্ষর বসিয়ে শব্দগুলো তৈরি করবার স্বাধীনতা’। কবিতার চরণখানি স্মরণ করিয়ে দেয়- ‘এইতো আমার মায়ের ভাষা’। যে ভাষার জন্য জীবন দিয়েছেন- সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর।

লাল-সবুজের পতাকা আর হাতে হাতে সুশোভিত ‘অ, আ, ক, খ’ বর্ণমালা মিছিল নিয়ে দিনটিকে বরাবরের মতো স্মরণ করে রাখলো সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।
 
শুক্রবার (১ ফেব্রুয়ারি) ভাষার মাসকে বরণ করে নিতে মিছিল বের হয় শহরে।

‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!’ কালজীয় সেই ভাষার গানের তালে যেন রাজপথে আবার ফুটে উঠেছে ৫২’র ভাষা আন্দোলনের সেইদিনের প্রতিচ্ছবি।    

এদিন সকাল ১০টায় সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা সঙ্গীত ও নৃত্যের মধ্যদিয়ে শেষ হয়।  

এছাড়া ভাষা দিবস উপলক্ষে শহরের বিভিন্ন সড়কের পাশে দেয়ালে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ৫২’র ভাষা আন্দোলনের সেই দিনগুলো।

প্রতিবছর ভাষাসৈনিক অধ্যাপক মো. আব্দুল আজিজ বর্ণমালার মিছিলের শুভ সূচনা করলেও এবার তিনি অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

মিছিলে উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক সংগঠক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ব্যারিস্টার আরশ আলী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, আবৃতি সংগঠন উর্বশির প্রধান আবৃত্তিকার মোকাদ্দেছ বাবুল, মদন মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সর্বানী অর্জুন, নাট্য পরিষদের অরিন্যম দত্ত, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, প্রভাষক প্রাণব কান্তি দেব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।