ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে ইজিবাইক পুকুরে পড়ে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
নাগেশ্বরীতে ইজিবাইক পুকুরে পড়ে চালক নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইজিবাইক পুকুরে পড়ে শাহিন আকন্দ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শাহিন আকন্দ গাইবান্ধা জেলার রহমতপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনি ইজিবাইক চালক ছিলেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ইজিবাইকটি উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় বাজার মোড় সংলগ্ন একটি পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজা বাংলানিউজকে জানান, শাহিন উপজেলার কচাকাটা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভূরুঙ্গামারী উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এসময় সুবলপাড় বাজার মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।