ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকার শিরীন শারমিনের শ্রদ্ধা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
বঙ্গবন্ধুর সমাধিতে স্পিকার শিরীন শারমিনের শ্রদ্ধা  বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।  

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান।

এসময়  তিনি জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ আর সম্ভম হারানো দুই লাখ মা- বোন, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে সব গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি।

এরপর চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি’র নেতৃত্বে হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, ইকবালুর রহিম এমপি, মাহবুব আরা বেগম গিনি এমপি, সামশুল হক চৌধুরী এমপি এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান।  

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপগণ ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সরদার, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসসহ চিফ হুইপের নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে স্পিকার বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।
 
শ্রদ্ধা নিবেদন শেষে ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপি-দের সংসদে যোগ না দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, এটা ঐক্য ফ্রন্টের একটি রাজনৈতিক কৌশল। তবে এখনো তাদের হাতে ৯০ দিন সময় রয়েছে। অামরা বারবার তাদের সংসদে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের বিশ্বাস তারা সংসদের কাজে অংশ গ্রহণ করবেন। কারণ জনগণ যেখানে ভোট দিয়েছেন সেখানে যদি তারা না আসেন তাহলে ভোটের মূল্যায়ন করা হবে না। আমরা চেষ্টা করব, আমাদের স্পিকার সাহেব বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীও বারবার আহ্বান করেছেন।  

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী গণভবনে তাদের দাওয়াত দিয়েছেন। আমার বিশ্বাস তারা এ দাওয়াতে আসবেন এবং তারা সংসদে এসে সংসদকে আরো কায্যকর করবেন।

বাংলাদেশ সময়: ১৭৩০, ফেব্রুয়ারি ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।