ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে আলমসাধু-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
হরিণাকুন্ডুতে আলমসাধু-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আরশিনগর এলাকায় আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে রকিবুল মণ্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন। 

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আরশিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রকিবুল মণ্ডল ওই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহতরা হলেন- ওই উপজেলার বোয়ালিয়া গ্রামের ওমর আলীর ছেলে জাফিরুল ইসলাম (৩৫) ও কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের জহুরুল ইসলাম।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে কুলবাড়িয়া বাজার থেকে পাখিভ্যানে করে সাতব্রিজের দিকে যাচ্ছিলেন রকিবুল। এসময় একটি আলমসাধুর সঙ্গে পাখি ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রকিবুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।