ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ‘চোর সন্দেহে’ গণপিটুনি, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
কালিয়াকৈরে ‘চোর সন্দেহে’ গণপিটুনি, নিহত ২

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় ‘চোর সন্দেহে’ গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

তাদের বয়স আনুমানিক ৩০ ও ৩২ বছর।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় গরু চুরি করতে যায় পাঁচজন। এ সময় তারা ওই এলাকায় দুই বাড়ি থেকে ৬টি গরু চুরি করে। পরে আরেক বাড়িতে গরু চুরি করতে গেলে ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে যায়।  

এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই দুই চোরকে আটক করে গণপিটুনি দেয়, আর তিনজন পালিয়ে যায়। এতে আটক দুইজন গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুইজনের পরিচয় জানা যায়নি বলেও জানান ওসি মো. আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।