ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে গাঁজাসহ তিন মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
সিলেটে গাঁজাসহ তিন মাদকবিক্রেতা আটক আটক মাদকবিক্রেতারা, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে অভিযান চালিয়ে ১১৮ গ্রাম গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইলালপুর গ্রামের রালমন চন্দ্র শীলের ছেলে নয়ন চন্দ্র শীল (২৬), একই জেলার সদর উপজেলার শহীদপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে আমির হোসেন (২৫) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের মৃত নওয়াব মিয়ার ছেলে হেলিম মিয়া (২৪)।

শনিবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৯’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় তাদের কাছ থেকে ১১৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে আটকদের সেখানে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।