ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দুদক কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
গাজীপুরে দুদক কর্মকর্তার ছেলের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকে গোলাম রসুল শুভ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুভ ঢাকায় কর্মরত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেওয়ান শফি উদ্দিনের ছেলে। 

শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওলুয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার রাতের কোনো এক সময় দুদক কর্মকর্তা দেওয়ান শফির নির্মাণাধীন ভবনের একটি কক্ষে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিংয়ের ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেচিয়ে তার ছেলে শুভ আত্মহত্যা করেন।

সকালে পরিবারের সদস্যরা শুভকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে ওই ভবনের একটি কক্ষের দরজা ভেঙে শুভর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশ খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে এসআই মনোয়ার আরও বলেন, শুভ বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করছিলেন। ধারণা করা হচ্ছে চাকরি না পেয়ে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯ 
আরএস/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।