ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

গাজীপুর: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবক (২২) নিহত হয়েছেন। নিহতের পরনে ছাই রঙের প্যান্ট ও গেঞ্জি রয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব-চান্দনা এলাকায় জয়দেবপুর-ঢাকা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাস্পের ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে পূর্ব চান্দনা এলাকায় জয়দেবপুর-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই সুব্রত।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯ 
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।