ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অটোমেশনের আওতায় আসছে রাসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
অটোমেশনের আওতায় আসছে রাসিক সভায় বক্তব্য রাখছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: অটোমেশনের আওতায় আসছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কার্যক্রম। করপোরেশনের বিভাগীয় সমন্বয় সভায় এ প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। 

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের কনফারেন্স রুমে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিটি করপোরেশনের অটোমেশন কার্যক্রম ছাড়াও নগর ভবনের অষ্টম, নবম ও দশম তলা ভাড়া দেওয়া, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রতিদিনের হাজিরা নিশ্চিতকরণ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেওয়াসহ চলমান বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, কাউন্সিলর কামাল হোসেন, শহিদুল ইসলাম পচা, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।