ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘মানবসম্পদ কাজে লাগাতে কাজ করছে সরকার’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
‘মানবসম্পদ কাজে লাগাতে কাজ করছে সরকার’ সেমিনারে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি: বাংলানিউজ

সিলেট: মানবসম্পদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর কাজে লাগাতে না পারলে অভিশাপ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, বেকারত্ব লাঘবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উপর সরকার জোর দিচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর।


 
শনিবার (২ ফেব্রুয়ারি) সিলেট এমসি কলেজ অডিটোরিয়ামে ‘কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের মেধাকে কাজে লাগাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হক, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
 
এদিন দুপুরে সিলেটের ব্ল বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঁচতলা বিশিষ্ট কলেজ ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় কলেজের পরিচালনা কমিটির সভাপতি সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কলেজ অধ্যক্ষ হুসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।