ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মেকানিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
গৌরনদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মেকানিক নিহত

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার নবীনগর গণকবরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় আকতার হোসেন সিকদার (২০) নামে এক গ্যারেজ মেকানিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাহাবুদ্দিন সরদার নামে এক পথচারী।

শনিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আকতার মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া মধ্যচর গ্রামের লাল মিয়া সিকদারের ছেলে।

তিনি টরকী বাসস্ট্যান্ডের মের্সাস বিপ্লব মোটরসাইকেল গ্যারেজে মেকারের কাজ করতেন।  

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজ জানান, মেকানিক আকতার মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে সাহাবুদ্দিন নামে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আকতার।  

এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় ওই পথচারীকে উদ্ধার করে স্থানীয় সুইজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।