ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
রাঙামাটিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাঙামাটি: রাঙামাটি শহরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মোনাফ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (০২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শহরের কেকেরায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মোনাফ শহরের শিমুলতলী পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে- একটি প্রাইভেটকার কলেজ গেট সড়ক দিয়ে আসাছিল। তখন গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত মোনাফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী।

রাঙামাটি কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গণেশ তঞ্চঙ্গ্যা বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেটকার এবং মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।