ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পুলিশের হাতে গ্রেফতার আব্দুল করিম। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আব্দুল করিম (২৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। করিম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের আবুল কালামের ছেলে।

 

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) এহসান হোসেন বাংলানিউজকে জানান, ২০০৯ সালে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি করিম এতোদিন পালিয়ে ছিলেন। তিনি এলাকায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।