ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৫০ ভরি স্বর্ণ, ২৩৮ ভরি রূপাসহ ২ চোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
চাঁদপুরে ৫০ ভরি স্বর্ণ, ২৩৮ ভরি রূপাসহ ২ চোর গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের একটি বাসা থেকে চুরি হওয়ার ঘটনায় মো. ইসমাইল (২৪) ও অমল দেবনাথকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর মডেল থানায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান।  

এর আগে, শনিবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ইসমাইল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার উজিপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে এবং অমর দেবনাথ একই উপজেলার আলিকামুড়া গ্রামের মনিন্দ্র দেবনাথের ছেলে। অমর দেবনাথ চান্দিনা বাজারের ভাই ভাই জুয়েলার্সের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর দুপুর ১২টার দিকে চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের নিঝুম ভিলার নিচ তলা থেকে সাইফুল ইসলামের বাসার জানালা ও বারান্দার গ্রিল কেটে আলমিরা থেকে ২৬ ভরি স্বর্ণ, দুই ভরি রূপা, একটি ঘড়ি, একটি মোবাইল সেট ও দুই লাখ টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় সাইফুল ইসলাম চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা অনন্তুপুর থেকে মো. ইসমাইল ও কুমিল্লার চান্দিনা থেকে অমল দেবনাথকে গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৫০ ভরি স্বর্ণ ও ২৩৮ ভরি রূপাসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে।

গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতে পাঠানো হবে। তাদের মধ্যে ইসমাইল আন্ত:জেলা চোর চক্রের সদস্য। তার বিরুদ্ধে কুমিল্লাসহ অন্যান্য উপজেলায় মামলা রয়েছে। তাদের সঙ্গে জড়িত অন্যদেরও আটক করার চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।