ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার বাসায় গৃহকর্মীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তার বাসায় গৃহকর্মীর মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে মৎস্য অধিদপ্তরের এক উপ-পরিচালকের বাসা থেকে তানিয়া (১৬) নামে তার গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তানিয়া নোয়াখালির সেনবাগ উপজেলার আবুল কালামের মেয়ে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পেছনে ইরশান কলোনির একটি ভবনের ৭ তলার ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ইকবাল আজমের বাসায় ৬ থেকে ৭ বছর যাবত গৃহকর্মীর কাজ করতেন তানিয়া। সংবাদ পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ জানতে তৎপর পুলিশ। বিস্তারিত পরে জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এজেডএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।