ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যপাড়া খনিতে ৩ দিনের মধ্যে আসছে আমদানিকৃত বিস্ফোরক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
মধ্যপাড়া খনিতে ৩ দিনের মধ্যে আসছে আমদানিকৃত বিস্ফোরক বিস্ফোরক দ্রব্য বহনকারী ট্রাক। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর খনির জন্য নিয়ে আসা বিস্ফোরক আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে খনিতে পৌঁছাবে।

রোববার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) আবু তারেব ফারজি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
আবু তারেব ফারজি জানান, রোববার দুপুর ১টায় ভারত থেকে যশোরের বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

সাড়ে ১২৭ মেট্রিক টন বিস্ফোরকের আনুমানিক মূল্য ১ লাখ ৮৩ হাজার ৯০০ ইউএস ডলার। আমদানিকৃত বিস্ফোরকগুলো আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মধ্যপাড়া খনিতে নিয়ে আসা হবে বলে তিনি নিশ্চিত হয়েছেন। বিস্ফোরকগুলো যশোরে আসলেও কিছু কাগজপত্র দেখার পর খনিতে নিয়ে আসা হবে।
 
তিনি আরও জানান, বিস্ফোরকগুলো খনিতে আসলে খনির পাথর উৎপাদনের কাজে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।