ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় ৫ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
নেত্রকোণায় ৫ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট টুর্নামেন্টের উদ্বোধন করছেন জেলা মহিলা লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দিনা

নেত্রকোণা: মাদক, জুয়া ও সন্ত্রাসের মতো অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে নেত্রকোণায় আয়োজন করা হয়েছে পাঁচ দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট।

রোববার (০৩ ফেব্রুয়ারি) রাতে শহরের খতিবনগুয়া এলাকায় জেলা মহিলা লীগের সভানেত্রী কামরুন্নেছা আশরাফ দিনা টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন-নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান, নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র শেখ হেলাল উদ্দিন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, সদস্য ওমর সাইফুল্লাহ্ প্রমুখ।

গ্রুপ অফ ফাইভ হান্ড্রেটের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল আলম খান বাংলানিউজকে জানান, পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে ৯৪টি দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।