ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেললেন অ্যাঞ্জেলিনা জোলি 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেললেন অ্যাঞ্জেলিনা জোলি 

ঢাকা: রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে খেলা করেছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। 

সোমবার (৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ক্যাম্প পরিদর্শনকালে তাদের সঙ্গে খেলা করেন তিনি।                       

সূত্র জানায়, অ্যাঞ্জেলিনা জোলি চার দিনের সফরে সোমবার ঢাকায় আসার পরেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

তিনি দুপুরে প্রায় তিন ঘণ্টা রোহিঙ্গা ক্যাম্পে সময় কাটান।  

জোলির সঙ্গে থাকা উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সেখানের শিশুদের সঙ্গেও কথা বলেছেন। তাদের পড়ালেখার খোঁজ-খবর নিয়েছেন। এসময় রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেলাও করেন তিনি।  

উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।  

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯ 
টিআর/টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।