ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিশেষ অভিযানে ৭৭ জেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
বরিশালে বিশেষ অভিযানে ৭৭ জেলে আটক অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

বরিশাল: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে বরিশালে ১৫ দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৭৭ জন জেলেকে আটক করা হয়েছে।

এ সময় ৩০৭টি অভিযান ও ৯৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪০৪টি বেহুন্দি, প্রায় সাড়ে আট লাখ মিটার কারেন্ট জাল এবং ৪২৩টি অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়।

অভিযানে জব্দ করা প্রায় তিন মেট্রিক টন জাটকা বিভিন্ন এতিমখানায় এবং গরীব ও অসহয়দের মধ্যে বিতরণ করা হয়েছে।

 

এদিকে অভিযানে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক ৭৭ জেলের মধ্যে ৭৬ জন জেলেকে মোট ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একজনকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।  

বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, জেলা ও উপজেলা প্রশাসন এবং নৌ-পুলিশ, পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় মৎস্য বিভাগ এসব অভিযান পরিচালনা করে।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।