ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
ফেনীতে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ আটক ৩

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ১৯ হাজার ৬ শ’ ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

আটকৃকতরা হলেন- মো. জিয়াউর রহমান (৩৫), মো. আনারুল (৩২) এবং মোহাম্মদ আলী (৪১)।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়।

এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।  

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান বাংলানিউজকে জানান, আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। তারা ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলো। জব্দ করা গাড়িটি ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার হতো।

আটকদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান নুরুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।