ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দারাজে ‘ভ্যালেন্টাইন উৎসবে’ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
দারাজে ‘ভ্যালেন্টাইন উৎসবে’ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দারাজ

ঢাকা: ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বৃহত্তম অনলাইন শপ দারাজ (Daraz.com.bd) বাংলাদেশ চতুর্থবারের মতো আয়োজন করেছে দারাজ ‘ভালেন্টাইনস ডে সেল’ ক্যাম্পেইন।

ইভেন্টটিতে দারাজের সঙ্গে কো-স্পন্সর হিসেবে রয়েছে বাংলালিংক, ভিট, সেট ওয়েট, শেভার শপ, উমিডিজি। এ অনলাইন উৎসব চলবে ১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, থাকবে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

 

এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে র‌্যাফেল ড্র বিজয়ীর জন্য থাকছে হেলিকপ্টার রাইড ও হোটেল ওয়েস্টিনে ক্যান্ডেল লাইট ডিনারের সুবর্ণ সুযোগ।  

ভালোবাসা দিবস দিনটিকে উৎসবের রঙে রাঙাতে গ্রাহকদের জন্য আরও থাকছে আইলাভ ভাউচার, ক্রেজি ভাউচার, মিস্ট্রি বক্স, দৈনিক ফ্ল্যাশ সেলসহ স্পেশাল ভালেন্টাইন গিফট কালেকশন ও আকর্ষণীয় সব ডিল।

ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে দারাজ অফার করছে পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্ট এবং বিকাশ ক্যাশব্যাক অফার।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।