ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
কিশোরগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার তিন ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।  

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) পরিদর্শক জয়দেব রাজবংশীসহ পুলিশ সদস্যরা।

 

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অভিযানে কার্বাইড ব্যবহার করে কলা পাকানোর অপরাধে তারা মিয়ার কলার আড়তকে দশ হাজার ও জনির কলার আড়তকে পাঁচ হাজার এবং ত্রুটিপূর্ণ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের দায়ে সাওয়াদ ট্রেডার্সকে দুই হাজারসহ মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।