ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে ডেনমার্কসহ তিন দেশের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
শেখ হাসিনাকে ডেনমার্কসহ তিন দেশের অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ঢাকা: টানা তৃতীয়বার সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) আলাদা বার্তায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স লোকে রাসমুসেন, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ ও আলজেরিয়ার প্রধানমন্ত্রী আহমেদ ওয়াহিয়া।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, চতুর্থবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডেনমার্ক, নরওয়ে ও আলজেরিয়ার প্রধানমন্ত্রী।

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করায় এরআগে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, সৌদি আরবের বাদশা ও যুবরাজ, কাতারের আমির, ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, শ্রীলংকার প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।