ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে হরিণের চামড়া-মাথা ও মাংস উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সুন্দরবনে হরিণের চামড়া-মাথা ও মাংস উদ্ধার  উদ্ধারকৃত হরিণের চামড়া, মাথা ও মাংস। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণের দু’টি চামড়া, দু’টি মাথা ও ১০ কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে সুন্দরবনের কৈখালির কালির খালে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
 
কৈখালি কোস্টগার্ড কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সূত্রে খবর পেয়ে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

এ সময় হরিণ শিকারীরা পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।