ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে চার ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বরিশালে চার ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা বরিশালে চার ইটভাটাকে জরিমানা-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘূনী, ফরিদপুর ও কলসকাঠির দিয়াতলী এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি ভৌমিকের নেতৃত্বে এ অভিযান চালায় পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।

অভিযানে মো. শাহজাহান হাওলাদারের মালিকানাধীন শিয়ালঘূনী এলাকার মেসার্স এস এস বি ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার টাকা, মো. শহিদুল ইসলাম মৃধার মালিকানাধীন ফরিদপুর এলাকার মেসার্স আম্বিয়া ব্রিকসকে ১ লাখ টাকা, শমসের হাওলাদারের মালিকানাধীন কলসকাঠীর দিয়াতলী এলাকার মেসার্স রাজা ব্রিকস ওয়ানকে ৫০ হাজার টাকা ও একই এলাকার হাসান ইমামের মালিকানাধীন মেসার্স রাজা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইট উৎপাদন ও জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইটপোড়ানো কার্যক্রম পরিচালনা করায় ইটভাটাগুলোকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এমএস/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।