ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের করটিয়া করাতিপাড়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় নীলকমল সরকার (৪২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নীলকমল বাসাইল উপজেলার স্থলবল্লা গ্রামের দুলাল সরকারের ছেলে।

আহতরা হলেন- নীলকমলের বাবা দুলাল সরকার, স্ত্রী পূজা সরকার, শাশুড়ি দশমী সরকার ও অটোরিকশাচালক সুমন মিয়া। এ ঘটনায় তিন দিনের একটি শিশু অক্ষত রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওছার বাংলানিউজকে জানান, মির্জাপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশাকে উত্তরবঙ্গগামী গ্রামীণ ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হন নীলকমল। গুরুতর আহতাবস্থায় চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।