ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের জেল, হাসপাতাল সীলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের জেল, হাসপাতাল সীলগালা ম্যাপ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ফাহমিদা আলম নামের এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রম্যমান আদালত ও র‌্যাব-১১। একইসঙ্গে ঐ ডাক্তারের কর্মরত হাসপাতালটি সীলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের কদমতলীর ‘এম হোসেন জেনারেল হসপিটাল’ হাসপাতালে এ অভিযান চালায় র‌্যাব।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, ফাহমিদা আলম দীর্ঘদিন নামের পাশে ‘এমবিবিএস, এফসিপিএস’ পদবীর ডিগ্রী লিখে নিজেকে অভিজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দেন।

তবে অভিযানের সময় তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিলেও দেখাতে পারেননি কোন প্রমাণপত্র।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।