ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মদ্যপ চা শ্রমিকের লাঠির আঘাতে অন্য শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
মদ্যপ চা শ্রমিকের লাঠির আঘাতে অন্য শ্রমিকের মৃত্যু ম্যাপ...

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মদ্যপ এক চা শ্রমিকের লাঠির আঘাতে সুধীর হাজরা (৫৫) নামের আরেক চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)  রাত সাড়ে ১০টার দিকে ভাড়াউড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুধীর চা বাগানের মৃত সরজু হাজরার ছেলে।

জানা যায়, রাতে মদপান করে চা শ্রমিক সন্জু গড় সুধীরের সাথে বাকবিতন্ডায় জড়ান। কথাকাটাকাটির এক পর্যায়ে সন্জু সুধীরকে লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে চাইলে স্থানীয় শ্রমিকরা লাশ দিতে চায়নি। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিতেন বাংলানিউজকে বলেন, 'চা শ্রমিকরা মৃতদেহটি  ময়নাতদন্তেতর জন্য পুলিশের কাছে হস্তান্তর করতে চায়নি। পরে বিচারিক কাজের জন্য লাশ ময়না তদন্ত হওয়া দরকার বলে তাদের বুঝিয়ে  লাশ মর্গে প্রেরণ করা হয়। '

হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত চা শ্রমিক সন্জু গড় ঘটনার পর পালিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।