ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে আগ্রহ নেদারল্যান্ডের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
রাজশাহীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে আগ্রহ নেদারল্যান্ডের ছবি: সংগৃহীত

রাজশাহী: নেদারল্যান্ডের রিজিওনাল আর্কাইভস ডাইরেক্টর সিক ফ্রিড জ্যাংজিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজশাহী নগর ভবনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা রাজশাহীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেয়রের দপ্তর কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি পদ্মা পাড়ের ঐতিহ্যবাহী বড়কুঠি সংরক্ষণ ও সিটি কর্পোরেশনে আর্কাইভস স্থাপনের বিষয়ে আগ্রহের কথা জানান এবং এ নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে প্রতিনিধিদলটি রাজশাহী মহানগরীর ইতিহাস ও ঐতিহ্য ও রাজশাহী সিটি কর্পোরেশন তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নীত করণের উদ্দেশ্যে মেয়রকে মিউজিয়াম ও আর্কাইভস স্থাপনের পরামর্শ দেন।

তারা মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বাধীন বিগত মেয়াদে বড়কুঠিকে রাজশাহী সিটি মিউজিয়াম স্থাপনের গৃহীত উদ্যোগের প্রশংসা করে বড়কুঠি সংস্কার ও সংরক্ষণের অনুরোধ জানান। বড়কুঠিকে সংস্কারে ও সংরক্ষণ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিদলটি।

এসময় মেয়র তাদেরকে স্বাগত জানিয়ে বলেন, 'রাজশাহী সিটি কর্পোরেশন মহানগরীর শিক্ষা ব্যবস্থাপনা এবং ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে আন্তরিক। নগর ভবনে ইতোমধ্যে সিটি মিউজিয়াম স্থাপন করা হয়েছে। আগামীতে তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নীতকরণে আর্কাইভস স্থাপনের পরিকল্পনা রয়েছে। '

এছাড়াও নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে। এটি সমৃদ্ধিকরণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে মহানগরীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও তাদের জানান মেয়র।

সাক্ষাতের সময় বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটির অ্যাডভাইজার ফ্লোরাস গেয়ার্স, ডাচ-বারমসের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার ইলিয়াস খান, ডেস্কটপ আইটির ম্যানেজিং ডাইরেক্টর খাজা খালেদ, রোটারী ইন্টারন্যাশনালের এসিসটেন্ট গভর্ণর হাসিবুল হাসান নান্নু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।